সম্প্রতি একটি ওয়েব ফিল্মের প্রচারণায় ফেসবুক লাইভে এসে সমালোচনায় পরেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অবশ্য লাইভের ঘটনায় নেটিজেনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় তিনি কিছু সময়ের জন্য ফেসবুক বন্ধ রেখেছিলেন। তবে নিজের ভুল বুঝতে পেরে, ফেসবুকে পোস্টে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন।
একটি দীর্ঘ পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। যেখানে ভক্তদের প্রতি তাঁর অনুভূতি ও চিন্তা শেয়ার করেছেন।
তিনি উল্লেখ করেন, “আশা করি প্রিয়জনের সাথে ভালো আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে কিছু রাগ বা অভিমান হয়েছে। লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেতো।”
এছাড়াও, সাদিয়া বলেন, “আপনারাই আমার ভালোবাসার জায়গা। তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আমরা আপনাদের জন্য মনপ্রাণ দিয়ে পারফর্ম করি। তবে অভিনয়, ডায়লগ ইত্যাদি চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সবাই। এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না।”
তিনি নিজের দায়ের কথাও উল্লেখ করেন এবং বলেন, “রিলিজের সময় চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নিই, যেমনটি অনেক কষ্ট করে শুটিং শেষ করি। কনটেন্ট শুটিং থেকে রিলিজের আগ পর্যন্ত টিমকে সহযোগিতা করা একজন শিল্পীর দায়িত্ব।”
সাদিয়া বলেন, “হরর জনরার কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর আমি শুরুতে না করলেও, চ্যানেল কর্তৃপক্ষের পরিকল্পনার কারণে লাইভে আসি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার ও দর্শকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টার দিয়ে দেয়া হয় যাতে বুঝতে পারেন এটি একটি ফিল্মের প্রমোশন।”
সাদিয়ার এই মন্তব্যের পর, ভক্তরা তার প্রতি সহমর্মিতা হয়ে স্বাগত জানিয়েছেন এবং তাকে ভবিষ্যতে এসব নিয়ে সতর্ক থাকার আহবান জানান।