বেশ আতঙ্কেই দিন কাটাচ্ছেন বলিউড ভাইজান। বেশ কিছুদিন ধরে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি বিগ বস শো’ তে এই বিষয় প্রকাশে কথা বলেন ভাইজান।
বহু বছর আগে কৃষ্ণসার হরিণ শিকারের মামলার কারণে লরেন্স বিষ্ণোই এবং তার দল সালমানকে হিটলিস্টে রেখেছে।গত এপ্রিলে গ্যাং লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা তার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায়। ফলে তার জীবন নিয়ে শঙ্কা বেড়েছে। নিরাপত্তার স্বার্থে অভিনেতার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সপ্তাহে যখন সিদ্দিকি গুলিবিদ্ধ হন, সালমান তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন। নিরাপত্তার কারণে তাকে হাসপাতালে না গিয়ে সিদ্দিকি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে সালমান শুটিংয়ে মনোযোগী হয়েছেন, বর্তমানে তিনি ‘বিগ বস ১৮’-এর শুটিং করছেন।
এইসবের মধ্যেও সুসংবাদ পেলেন ভাইজান। সম্প্রতি বিগ বস শো-য়ে একটি ভিডিওতে দেখা যায়, তিনি প্রতিযোগী চাহত পাণ্ড্যের সঙ্গে কথোপকথনে বিয়ের প্রস্তাব পান। চাহত জানান, তিনি একজন সুদর্শন এবং সুস্থ মনের মানুষকে বিয়ে করতে চান। চাহত বলার পর বলেন, "আপনিই বিয়ে করে নিন না আমাকে।" দুশ্চিন্তার পাহাড় নিয়ে এই প্রস্তাবে সালমান হাসিমুখে সাড়া দেন এবং বলেন, “এই যে এত গুণের কথা আপনি বললেন, তার একটাও আমার মধ্যে নেই।” চাহত পরে বলেন, বিষয়টি তিনি কথা বলে মিটিয়ে নেবেন, এতে কোনো অসুবিধা হবে না।
ভিডিও ক্লিপটি চাহত তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন, “কোনও ক্যাপশনের প্রয়োজন নেই। ভিডিওতেই সব বলা আছে।”
এই পরিস্থিতির মধ্যেও সালমানের কাজ অব্যাহত রয়েছে, এবং তিনি তার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চাইছেন।