× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিষন্নতায় পরীমণির জন্মদিন উদযাপন

ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২৪, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জন্মদিন উদযাপনে বরাবরের মতোই এগিয়ে থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তার কাছে জন্মদিন উদযাপন মানেই বিশেষ আয়োজন। নানান ঘটনায় আলোচিত-সমালোচিত এই নায়িকার আজ জন্মদিন।  

কিন্তু প্রতিবারের মতো পরীর এবারের জন্মদিনের আসরটি ছিল বেশ অন্যরকম। কেবলই বিষণ্ণতা নিয়ে উদযাপন করলেন তিনি। কারন আজ তার প্রিয় মানুষটিই সাথে নেই। গতবছর ২৩ নভেম্বর না ফেরার দেশে চলে যান তার নানু ভাই।

গতকাল (২৩ অক্টোবর) রাতে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই তিনি দুই সন্তানসহ কিছু প্রিয় মানুষ ও ফেসবুক পেজের ফলোয়ারদেরকে নিয়ে পালন করলেন ৩৩ তম জন্মদিন। 

ফেসবুক লাইভে এসে ভক্তদেরকে পরী বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনও পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানু ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই।‘

পরী আরও বলেন, ‘ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’

উল্লেখ্য, অনম বিশ্বাস পরিচালিত পরীর প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ আগামী ৮ নভেম্বর আসছে হইচইতে । সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.