× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ভালবাসার প্রত্যাবর্তন'-এর শুভ মুক্তি আজ!

কাজী দিল মোহাম্মদ জিলান

২৪ অক্টোবর ২০২৪, ১৮:৩০ পিএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৪, ১৮:৩৫ পিএম

'ভালবাসার প্রত্যাবর্তন'-নাটকের পোস্টার।

ভালোবাসা যেন তার আপন রঙ ছুঁয়ে যায় আপন মহিমায়। সেখানে বলতে চাওয়া কথায় না বলতে পারার বেদনা যেন একটু অদ্ভুত অনুভূতি। তবে মিস্টি এক উপাখ্যানে যদি তা রুপ নেয় শেষ অধ্যায়ে বলতে পারি "ভালোবাসার প্রত্যাবর্তন"-এ তাহলে কেমন হয়? বলে রাখা ভালো, 'ভালোবাসার প্রত্যাবর্তন' নামেই এবারের গল্পটি। প্রেমের গল্প তবে অন্য ধাঁচের। বলা যায়, অভিনেত্রীর অভিষেকেই ছক্কা মারতে যাচ্ছেন!

প্রথমবারের মতো ছোট পর্দায় নাম লিখিয়েছেন আয়েশা তাবাসসুম। আবদুল্লাহ আল হারুন'র পরিচালনায় 'ভালোবাসার প্রত্যাবর্তন' নাটকে দেখা যাবে তাকে। দেখা যাক, দর্শক জনপ্রিয়তায় কতটা সাড়া ফেলেন তিনি। সহশিল্পী হিসেবে এই নাটকে থাকবে হালের জনপ্রিয় অভিনেতা শেখ পার্থ। মূলত, তাবাসসুম আর শেখ পার্থ'র একটা মিষ্টি কেমিস্ট্রির গল্পই দেখা যাবে নাটকটিতে। নাটকটিতে আরও থাকছে, শরীফুল ইসলাম, আনন্দ খালেক, শেখ স্বপ্নাসহ আরও অনেকে।

রাকেশ বসু'র রচনায় এবং ইসমাইল হোসেন'র সম্পাদনায় 'ভালোবাসার প্রত্যাবর্তন' প্রচারিত হবে আজ সন্ধা ৭ টায় মিনারা ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.