× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে 'জালের' কনসার্ট

ডেস্ক রিপোর্ট

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৫ পিএম । আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত

‘লিজেন্ডস অব দ্য ডেকেড' শিরোনামে ঢাকার শ্রোতাদের বহুল প্রত্যাশিত পাকিস্তানি ব্যান্ড জালসহ দেশের তিন ব্যান্ডের পূর্বঘোষিত কনসার্টটি গতকাল (২৭ সেপ্টেম্বর) শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। কয়েকটি কারণে বাতিল হওয়া এই কনসার্টের নতুন ভেন্যু ও সময় চূড়ান্ত করেছে আয়োজকরা।

গতকাল  (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সব আয়োজন মোটামুটি সম্পন্ন থাকলেও শো শুরুর কয়েক ঘণ্টা আগে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে কনসার্টটি স্থগিত করে আয়োজকরা। এর কয়েক ঘণ্টা পর নতুন সময় স্থান প্রকাশ করে অবশেষে কনসার্টের দিনক্ষণ চূড়ান্ত করে তারা।

জানা গেছে, পূর্বাচল তিনশফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনা পরিবর্তন করে এবার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে আজ দুপুর ৩টার পর শুরু হবে কনসার্টটি। শুক্রবার মধ্যরাতেলিজেন্ডস অব দ্যা ডিকেড অফিশিয়াল ইভেন্টের পেজ থেকে জানান হয় তথ্য। সেখানে বলা হয়েছে, 'আমাদের আয়োজনের প্রস্ততি সব সম্পন্ন ছিল। কিন্তু অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয় সকল কার্যক্রমকে স্থগিত করে দেয়। আজকের বৃষ্টি ছিল অত্যধিক মাত্রায় ছিল, তাতে সব কিছু পণ্ড হয়ে যায়। সময়ের এতটাই স্বল্পতা ছিল যে, সব গুছিয়ে নিতে একটু সময় লেগেছে। আশা করা যাচ্ছে, 'লিজেন্ডস অফ ডেকেডস' আগামীকাল (২৮ সেপ্টেম্বর) জমে উঠতে যাচ্ছে।'

এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তিন কারণে স্থগিত করা হয়েছে এই কনসার্ট। এরমধ্যে প্রথম কারণ হলো বৃষ্টি। এছাড়াও নিরাপত্তা সুরক্ষার কথাও উল্লেখ করেছেন তারা। এরপর সংবাদ সম্মেলনে জানা গেল, একেবারে বাতিল নয়, কিছু সময়ের জন্য কনসার্টটি স্থগিত করা হয়েছে

এদিন আয়োজকদের সঙ্গে উপস্থিত ছিলেনজালব্যান্ডের ভোকাল গওহর মমতাজও। কনসার্টটি স্থগিত হওয়া নিয়ে এই শিল্পী বলেন, ‘বাতিল নয়, কিছু সময়ের জন্য কনসার্ট স্থগিত করা হয়েছে। এটি আগামী দুই এক দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে।

 

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.