বলিউডের বিতর্কিত
অভিনেত্রী অনন্যা পান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজাদার মিমের বিষয়বস্তু হিসেবে নিজের
অবস্থান পাকা করে নিয়েছেন। তার অভিনয়, বিভিন্ন
মন্তব্য এমনকি তার বুদ্ধিমত্তা কোনকিছুই ট্রল হওয়ার শিকার থেকে রেহাই পায় না।
সচরাচর সমালোচক
কিংবা ট্রলকারীদের উদ্দেশ্যে পালটা তাকে সেভাবে কোনও মন্তব্য করতে দেখা যায় না। সম্প্রতি
এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আমার গায়ের চামড়া বেশ মোটা। আর এটা আমার বাবার থেকেই
পেয়েছি।’
এ
অভিনেত্রীর ভাষায়, ‘বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হয় কিন্তু রাগ করেন না তিনি বরং
হাসিমুখে সব সহ্য করে
নেন এবং মনে কিন্তু কোনও রাগ পুষে রাখেন না বরং অনেক
সময় নিজেকে নিয়েই প্রচুর হাসি-ঠাট্টা করেন। এই শিক্ষাটাই আমি
বাবার থেকে পেয়েছি।’
তিনি
আরও বলেন, ‘বাবা আমাকে বুঝিয়েছেন প্রতিটি শুক্রবার একজন অভিনেতা অথবা অভিনেত্রী ব্যাট হাঁকিয়ে ছয় মারতে পারেন অথবা আউট হয়েও যেতে পারেন তবে আশার কথা এই আউট হয়ে
যাওয়ার পরেও সেই অভিনেতা কিন্তু ফের ক্রিজে নেমে খেলার সুযোগ পাবে। এতটাই পজিটিভ থাকেন বাবা। এটাও শিখেছি, জীবনমুখী থাকতে।’
প্রসঙ্গত,
অনন্যা পাণ্ডের বাবা বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে। একটা সময় চুটিয়ে হিন্দি ছবিতে
কাজ করার পাশাপাশি বাংলা, তেলেগু, কন্নড় ছবিতেও কাজ করেছেন। অভিনয় করেছেন বাংলাদেশের
ছবিতেও। ওটিটিতেও দেখা গেছে তাকে। আর কতরকমের চরিত্রেই না অভিনয় করেছেন। এইমুহূর্তে‘হাউজফুল
৫’-এর শুটিংয়ে ফ্রান্সে রয়েছেন তিনি।