× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাইপ বেয়ে প্রেমিকার ঘরে সালমান

ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৫ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত

বলিউড জগতের বহুল আলোচিত সিঙ্গেল অভিনেতা ভাইজান সালমান খান। বয়স ষাটের কাছাকাছি হলেও বিয়ের কোন সম্ভাবনার দেখা নেই সালমানের। ভক্তরাও আশা ছেড়ে দিয়েছেন। তবে বলিউড ভাইজান সালমান খানের জীবনে প্রেম এসেছে বহুবার।

ইন্ডাস্ট্রির বহু নারীর সঙ্গে এখন পর্যন্ত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান। আর এই প্রেমিকাদের লম্বা  তালিকায় রয়েছেন লিউডের সংগীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরসহ আরও অনেকেই।

ক্যারিয়ারের শুরুর দিকে সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কে জড়ান সালমান। তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায়। কিন্তু সেসময়ে সালমানের আরেক সম্পর্কে জড়িত থাকার বিষয়টি ধরে ফেলেন সঙ্গীতা। এতে ভেঙে যায় সালমান সঙ্গীতার বিয়ে।

 কে ছিল সালমানের এই আরেক প্রেমিকা? আরেক অভিনেত্রী সোমি আলির সঙ্গেই চলছিল সালমানের গোপন এই প্রেম। প্রেমের টানে এক রাতে সোমির বাড়ির পাইপ বেয়ে উঠে জানলা দিয়ে ঘরে ঢুকতে যান সালমান। এ ঘটনার পরেই গোপন প্রেমের ব্যাপারে সঙ্গীতার কাছে ধরা পড়েন সালমান।

এ প্রসঙ্গে সোমি বলেন, ‘প্রায় দিনই সালমান আমার বাড়ির পাইপ বেয়ে দেখা করতে আসত। তখন রুমের বাসায় থাকি। সেই রাতটা আমার মনে থাকবে। সাড়ে দশটা নাগাদ সালমান আসে। সেই সময় আমার ফ্ল্যাটে এসে পড়েন সংগীতা। হাতেনাতে ধরেন সালমানকে। সালমান বলে ১০ মিনিটে আসছি। ফিরে এসে বলে আমাদের সম্পর্কটা ভেঙে গেল। সংগীতার সঙ্গে সালমান যা করে, পরে আমার সঙ্গেও তা-ই করেছিল। তখন বুঝিনি। পরে ওই কর্মফল ভোগ করতে হয় আমাকেও।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.