× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরিয়ানের সিরিজে শাহরুখের সঙ্গে থাকছেন সালমান খান

ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২১ পিএম

ছবিঃ সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সম্প্রতি একটি ওয়েব সিরিজ পরিচালনা করতে যাচ্ছেন। বাবার মত পর্দার সামনে আসা হবে কিনা তা এখনও নিশ্চিত না হলেও তার ক্যামেরার পেছনে কাজ করার আগ্রহ ছিল সবসময়ই। প্রযোজনার কাজেই ব্যস্ত সময় কাটান আরিয়ান। শোনা যাচ্ছে তার নির্মিত ওয়েব সিরিজে শাহরুখ খান এর সঙ্গে বলিউড ভাইজান সালমান খান ও থাকতে পারেন।

আরিয়ানের ওই ওয়েব সিরিজটির নাম ‘স্টারডম’। তার প্রথম এই ওয়েব সিরিজটি নিয়ে অনুরাগীদের কৌতূহলও ও কম নয়। শুরুতে বলা হয়েছিল, বলিউডের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে থাকছে একাধিক প্রথম সারির অভিনেতা। সেই সূত্রে বিশেষ চরিত্রে উঠে আসে শাহরুখ খানের নাম। কারণ, ছেলের প্রথম কাজে শাহরুখ তার উপস্থিতি রাখতে ইচ্ছুক বলেই শোনা গিয়েছিল। এ বার এই সিরিজ ঘিরে সালমান খানকে নিয়ে নতুন তথ্য এল।

জানা গেছে, ‘স্টারডম’ এ এক বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকে। কিন্তু তারা একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে একসঙ্গে না হলেও ‘টাইগার ৩’-এর পর আরও এক বার শাহরুখ-সালমান একই প্রজেক্টে থাকবেন।

এর আগে জানিয়েছিল, আরিয়ান পরিচালিত ওই সিরিজের প্রত্যেক পর্বে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতারা ক্যামিয়ো করবেন। তালিকায় রয়েছে রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর ও ববি দেওলের নাম। এবার শোনা যাচ্ছে সেই তালিকায় যুক্ত হচ্ছে সালমানের নামও।

সূত্রের দাবি, সিরিজটিতে সালমানের অংশের শ্যুটিং শেষ হয়েছে। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। গত বছর নিজের পোশাক কোম্পানির জন্য তৈরি একটি বিজ্ঞাপনের জন্য শাহরুখকে পরিচালনা করেছিলেন আরিয়ান। এবার বাবা শাহরুখের পাশাপাশি সালমানকেও নিলেন এই স্টারকিড।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.