× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একই মঞ্চে এড শিরান ও অরিজিৎ সিং

ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ এএম

ছবিঃ সংগৃহীত

গত রোববার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত একটি কনসার্টে একসাথে পারফর্ম করেছেন দুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা এড শিরান ও অরিজিৎ সিং। 

রোববার( ১৫ সেপ্টেম্বর) হওয়া সেই কনসার্টের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল (১৬ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেন তারকা গায়ক অরিজিৎ সিং। ক্যাপশনে তিনি কৃতজ্ঞতা জানালেন এড শিরানকে অনুষ্ঠানে ‘পারফেক্ট' ছোঁয়া দেওয়ার জন্য।

তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘লন্ডন গতকাল রাতে এমন দারুণভাবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ভালবাসা ও কৃতজ্ঞতা। ধন্যবাদ এড শিরান পারফেক্ট' মুহূর্তের জন্য।’

যে অনুরাগীরা লন্ডনের এই কনসার্টে উপস্থিত ছিলেন তারা পোস্ট করেছেন ভিডিও। সেখানে মঞ্চে তাদের একসঙ্গে পারফর্ম করতে দেখা গেলো। দর্শকদের সারপ্রাইজ দিয়ে অরিজিৎ হঠাৎই মঞ্চে নিয়ে আসেন এড শিরানকে। এরপর তারা একসঙ্গে এড শিরানের জনপ্রিয় ‘পারফেক্ট' গানটি গান মুগ্ধ দর্শকও গলা মেলান। 

সে সময় ভক্তরা নিজেদের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মায়াময় পরিবেশ তৈরি করেন। কেউ লিখলেন এটি ‘পারফেক্ট কোলাবোরেশন'। কেউ আবার মজা করে লিখলেন, ‘অরিজিৎ সিং দারুণভাবে পারফেক্ট গাইতে পারেন কিন্তু এড শিরান কি ‘চন্না মেরেয়া' গান গাইতে পারবেন? একেই বলে গানের ওপর নিজের আধিপত্য বিস্তার করা। এমনকি অরিজিতের কণ্ঠে নিজের গান শুনে এড শিরানও হতভম্ব।

প্রসঙ্গত, চলতি বছরেই ভারতে এসেছিলেন এড শিরান। ২০২৪ সালের তার এশিয়া ও ইউরোপ ট্যুরের শেষে ভারতে আসেন তিনি। সেই সময় তিনি দেখা করেন বলিউডের কিং শাহরুখ খান ও আয়ুষ্মান খুরানার সঙ্গেও। তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তেও এসেছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.