× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বয়কট হওয়ার কারণ জানালেন স্পর্শিয়া

ডেস্ক রিপোর্ট

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল স্পর্শিয়া তার অভিনয়ের জন্য ভক্তদের মনে জায়গা করে নিলেও ইদানিং পর্দায় তার দেখা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি সম্প্রতি নিজের বয়কট হওয়ার কারণ জানালেন।

গতকাল (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন স্পর্শিয়া। সেখানে বয়কট ও অপছন্দের আর্টিস্ট হওয়ার কারণ জানিয়েছেন তিনি।

স্ট্যটাসটিতে তিনি লিখেছেন, 

‘পাওনা টাকা চাওয়াতে যেই হাউজ, ডিরেক্টর, প্রোডিউসার, এক্সিকিউটিভ-প্রোডিউসারদের কাছে সময়ের সঙ্গে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছি, বা মেলামেশায় কমতি থাকায় বা ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিক্টিম প্লে করে ফেক ইমেজ মেনটেইন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে কর্নার্ড হয়েছি— এসব বিষয় তারা, যারা প্রোডাকশনের ওয়েল-সিস্টেমের দাবিতে নেমেছেন তাদের বক্তব্য কি?’

কিছু যায়-আসে না, এমনেই হঠাৎ একটু চুলকানি উঠায় কৌতূহল মন জানতে চাইল আর কি। এই কৌতূহল মনে আরও জানতে চায় যে, যারা (আমারই বন্ধু রূপধারী) যেসব পেছনে বলে এবং এক অদ্ভুত প্লে-গার্ল ইমেজ তৈরি করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চিনে বা জানেন?

শুধু আমিই আমাকে নিয়ে হাসতে ও কথা বলতে পারি। কেননা, শুধু আমিই আমাকে নির্মাণ করেছি এবং জীবনের প্রতিটি স্পন্দনে বহন করে গেছি নিজেকে। তবে অন্যরাও অংশ নিতে পারেন, যদি আমি অনুমতি দেই আাপনাকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.