২০০৭ সালে একই সাথে মুক্তি পায় শাহরুখ খানের ' ওম শান্তি ওম' এবং রণবীর কাপুরের 'সাওয়ারিয়া'। বক্স অফিস কাঁপানো 'ওম শান্তি ওম' এর সামনে দাঁড়াতে পারেনি নবাগত রণবীরের 'সাওয়ারিয়া'। এবার প্রায় ১৯ বছর পর সামনের ঈদে দুই তারকা আবারও মুখোমুখি হচ্ছেন।
ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে শাহরুখের ‘ক্রাইম ড্রামা কিং’। একই তারিখে মুক্তি পেতে চলেছে বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার'। রণবীরের পাশাপাশি বানসালির ছবিতে থাকছেন আলিয়া ভাট এবং ভিকি কুশল।
'ক্রাইম ড্রামা কিং' টিমের মতে এই সিনেমাটি মুক্তির উপযুক্ত সময় ২০২৬ সালের ঈদ। নির্মাতারাও সেই বিবেচনা করেই শ্যুটিংয়ের টাইমলাইন ঠিক করে এগুচ্ছেন।
এদিকে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থা বানসালি প্রোডাকশন ঘোষণা করেছে, তার পরবর্তী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার' ২০২৫ সালের ক্রিসমাসের মুক্তির তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং তার বদলে ২০২৬ সালের ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া'র হাত ধরে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। ২০০৭ সালের দিওয়ালিতে মুক্তি পায় এই ছবি। একইদিনে রিলিজ করেছিল শাহরুখ খান অভিনীত ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম'। মুখোমুখি লড়াইয়ে শাহরুখ ম্যাজিকের সামনে দাঁড়াতেই পারেনি নবাগত রণবীর। এবার প্রায় ১৯ বছর পর রণবীরের সামনে সুযোগ এসেছে প্রতিশোধ নেবার।