× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালমানের সঙ্গী হবেন কাজল!

ডেস্ক রিপোর্ট

১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২ পিএম

ছবিঃ সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান ভক্তদের ২০২৫ সালের ঈদ উপহার হিসেবে 'সিকান্দার' সিনেমাটি নিয়ে হাজির হবেন। এই সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মত কাজ করবেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। জানা গেছে আরও একজন নায়িকাকে দেখা যাবে এই ছবিতে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এবার জানা যায়, এ সিনেমায় রাশমিকার পাশাপাশি ভাইজানের সঙ্গী হিসেবে নির্মাতারা কাজল আগরওয়ালের নাম চূড়ান্ত করেছেন।

সম্প্রতি কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সূর্যমুখী ফুলের তোড়ার একটি ছবি শেয়ার করেন, যার উপরে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন। ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে ‘সিকান্দার দিন ১’। ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ-অভিনেত্রী রাশমিকাকেও ট্যাগ করেছেন।

কাজলের শেয়ার করা এই ছবিতেই ভক্তরা নিশ্চিত হন সিকান্দারে কাজল অভিনয় করবেন। বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কারণ এর আগে কখনো সালমান আর কাজলকে একসাথে পর্দায় দেখা যায়নি। তাই ভক্তরা নতুন এই জুটির রসায়ন দেখার অপেক্ষায় উচ্ছসিত।

উল্লেখ্য যে, সালমান খান 'সিকান্দার' সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর আবারও পর্দায় হাজির হচ্ছেন। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল টাইগার থ্রি, যার দুই বছর পর পর্দায় ফিরবেন সালমান। আনুষ্ঠানিকভাবে সিকান্দার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.