× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেজাজ হারিয়ে ফেললেন আলিয়া

ডেস্ক রিপোর্ট

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি বলিউড তারকা অভিনেত্রী আলিয়া ভাট পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়ে ফেলেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকছেন আলিয়া ভাট, সঙ্গে রয়েছেন তার সহকারী ও নিরাপত্তারক্ষীরা। তাদের পেছন পেছন ক্যামেরা নিয়ে হাঁটতে থাকেন পাপারাজ্জিরাও। আলিয়া যখন বাড়ির লিফটের কাছে পৌঁছান, তখনও পাপারাজ্জিরা সেখানে। এ দৃশ্য দেখে বিরক্ত হয়ে এগিয়ে এসে মেজাজ হারিয়ে আলিয়া বলেন, আপনারা এখানে কী করছেন? এটা আমার ব্যক্তিগত এরিয়া।

মিডিয়ার সামনে সাধারণত মেজাজ হারাতে দেখা যায় না আলিয়াকে। কিন্তু এবার সেটাই ঘটেছে। তবে আলিয়ার রাগ করাকে শতভাগ সমর্থন করেছেন তার ভক্তরা।

একজন ভক্ত লিখেছেন, আলিয়া যথেষ্ট শান্ত রয়েছেন। পাপারাজ্জিদের কমনসেন্স থাকা উচিত। আরেকজন লেখেন, না থামালে পাপারাজ্জিরা আলিয়ার বেডরুম ও বাথ রুমে চলে যেতেন। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

প্রসঙ্গত, আলিয়ার পরবর্তী সিনেমা ‘জিগরা’। এটি পরিচালনা করছেন ভাষণ বালা। আগামী ১১ অক্টোবর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এ ছাড়া ‘আলফা’ নামে একটি সিনেমার কাজও হাতে রয়েছে আলিয়ার। সর্বশেষ অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন।’ গত বছরের ১১ আগস্ট মুক্তি পায় এটি। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে আলিয়ার। এটি নির্মাণ করেছেন টম হার্পার।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.