× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁজরের হাড় ভেঙে গেছে সালমানের

ডেস্ক রিপোর্ট

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত

বলিউডপাড়ায় সালমান খানের অসুস্থতার খবর নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে গুঞ্জন। অবশেষে বলিউড ভাইজান নিজেই জানালেন পাঁজরের হাড় ভেঙে গেছে তার।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ থাকলেওবিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানেই পাঁজরের দুটো হাড় ভাঙার খবর প্রকাশ করেন এই অভিনেতা।

সালমানের পরবর্তী সিনেমাসিকান্দার বর্তমানে মুম্বাইতে সিনেমাটির শুটিং চলছে। আর এই সিনেমার শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি।সিকান্দারনির্মাণ করছেন পরিচালক আর মুরুগাদোস।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষে পুরো টিম যাবে হায়দারাবাদে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

প্রসঙ্গত, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ইনস্টাগ্রাম পেজেসিকান্দারসিনেমার ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.