দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন' এর ভোকাল ও বেজ গিটারবাদক ‘বেজবাবা' খ্যাত সাইদুস সালেহীন খালেদ সুমন দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় ব্যান্ডটির মঞ্চে ওঠা হয়ে ওঠেনি এতদিন। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সুমন জানিয়েছেন শিগগিরই মঞ্চে ফিরছে অর্থহীন।
জানা গেছে, ২০১২ সাল থেকে ক্যানসারের রোগী তিনি। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ২৫টিরও বেশি অস্ত্রোপচার হয়েছে তার। তবে মঞ্চে না পেলেও নেটদুনিয়ায় সবসময় ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখারচেষ্টা করে গেছেন সুমন।
কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে ভক্তদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যান সুমন। মূলত মেরুদণ্ডে আবারও ফাটল দেখা যাওয়ায় সম্প্রতি আরেকটি অস্ত্রোপচার হয়েছে তার। শুধু তাই নয়, সেসময় হৃদরোগেও আক্রান্ত হন তিনি। ৩০ ঘণ্টা আইসিইউতেও ছিলেন এই গায়ক। তবে বর্তমানে আগের চেয়ে ভাল আছেন তিনি।
অনেকদিন ধরেই জানতে ভক্তরা চাচ্ছিল ‘অর্থহীন’-কে নিয়ে আবার কবে মঞ্চ মাতাবেন সুমন। এ প্রসঙ্গে গায়ক জানান, আগামী ৪ নভেম্বর ‘বাংলাদেশ নাইট’ কনসার্টে অংশ নেবে ‘অর্থহীন’। এ কারণে আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে ব্যান্ডটি। সেখানে জেমস, ডিজে রাহাত, অনন্ত জলিলের সঙ্গে থাকবে ‘অর্থহীন'র গানও।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালে ‘ক্যানসারের নিশিকাব্য’ শিরোনামে অ্যালবাম বের হয় ‘অর্থহীন’র। সুমনের অসুস্থতার কারণে কনসার্টেও উপস্থিতি ছিল না তাদের। আশা করা যাচ্ছে, সিডনী থেকে ফিরে দেশের ভক্ত-শ্রোতাদের জন্যও মঞ্চে উঠবে ‘অর্থহীন’।