× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনায় বন্যার্তদের সহযোগিতায় ‘’স্ট্যান্ড আপ ঢাকা’তে’’ আসছে সালমান মুক্তাদির

কাজী দিল মোহাম্মদ জিলান

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭ পিএম । আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৮ পিএম

ছবিঃ অনুষ্ঠান ব্যানার।

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার, সন্ধ্যা ৭টায় ‘দ্যা এটেনশন নেটওয়ার্ক কাওরান বাজার-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে  ’দ্য রোস্ট অফ সালমান মুক্তাদির’ । এই অনুষ্ঠানটি পরিচালনা করছে ‘স্ট্যান্ড আপ ঢাকা’।

অনুষ্ঠানটিতে মঞ্চে দাঁড়িয়ে দর্শকের সামনে কৌতুক পরিবেশন করবে তরুণদের জনপ্রিয় তারকা সালমান মুক্তাদির সহ সামি দোহা,  রাফসান সাবাব, বিপ্র, মহেদি তরু, তাসদিদ আসরার, নীলিমা রাফি ও অন্যান্য কমেডিয়ানরা।

স্ট্যান্ড আপ ঢাকা কমিটির ব্যাবস্থাপক ‘বিপ্র’ সংবাদ সারাবেলা-কে জানান, এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য খুলনার  সাতক্ষীরা অঞ্চলে বন্যা, নদী খনন ও ভাঙনের ফলে যেই অসহায় মানুষরা ঘর হারা হয় তাদের পুর্নবাসন ও সহায়তা করা। এছাড়াও তিনি আরো জানান, টিকেট থেকে আসা সম্পূর্ন অর্থ দিয়ে “উত্তরণ” নামক বেসরকারি সংস্থা এই পুর্নবাসন প্রক্রিয়াটি সম্পন্ন করতে একযোগে কাজ করবে।

অনুষ্ঠানটির টিকেট মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে যেটি পাওয়া যাবে ‘স্ট্যান্ড আপ ঢাকা’- এর ফেসবুক পেজে দেওয়া লিংক থেকে।  
অনুষ্ঠানটির নাম ‘’দ্য রোস্ট অফ সালমান মুক্তাদির’’ রাখার কারন জানিয়ে বিপ্র আরো বলেন, বাংলাদেশে এই প্রথম কোন শো হচ্ছে, যেই তারকা-কে নিয়ে রোস্ট করা হচ্ছে সেই তারকাও সেখানে উপস্থিত থাকাবে শুধু তাই নয়, তারকা সালমান মুক্তাদির নিজে মঞ্চে উপস্থিত থেকে কৌতুক পরিবেশন করবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.