× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাসীদের ‘স্যার' বলে সম্বোধন করতে হবে : জোভান

ডেস্ক রিপোর্ট

০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স অন্যতম প্রধান ভূমিকা পালন করে। সেই প্রবাসীরা নানাভাবে অবহেলার শিকার হন। এবার তাদের সম্মানে কথা বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জোভান।

গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রবাসীদের আয়ের পালে আবারও বাতাস লেগেছে। চলতি মাসে দেশের বাইরে থেকে ২২২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ রেমিট্যান্স গত বছরের আগস্ট মাসের চেয়ে ৩৯ শতাংশ বেশি। 

এছাড়াও দেশে বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসতে দেখা গেছে। এমন অবস্থায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান, প্রবাসীদের নিয়ে নিজের একটি দাবির কথা জানিয়েছেন।

আজ (১ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যটাসে এই অভিনেতা লিখেছেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, উনাদেরকে ‘স্যার’ বলে সম্বোধন করতে হবে।

জোভান আরও লেখেন, বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পায়, তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের।

জোভানের সেই স্ট্যাটাসের নিচে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রবাসীদের যেন ভিআইপি কার্ড প্রদান করা হয়। যাতে করে তারা দেশে ফিরলে বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়েন। 

তবে আবার কারো মন্তব্য, স্যার না সম্বোধন করে তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিলেই হবে। কোনো বিড়ম্বনার শিকার যেন না হতে হয়, সেটা নিশ্চিত করতে হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.