× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মদ খেয়ে ফটোশ্যুট' বলে কটাক্ষ, কড়া জবাব শ্রীলেখার

ডেস্ক রিপোর্ট

০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর ৫২ তম জন্মদিনে উত্তরবঙ্গ সফরে গেছেন। সেখানে গিয়ে হাফপ্যান্ট পরে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিলে নেটিজেনরা তীর্যক মন্তব্য করেন।

গত ৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। কোনরকম সাড়াশব্দ ছাড়াই শহর ছেড়ে নিজের মত করে জন্মদিন কাটাতে উত্তরবঙ্গে পাহাড়ী এলাকায় গিয়েছেন শ্রীলেখা। যদিও তার এক ফেসবুক পোস্টে কোন সফরের আঁচ পাওয়া যাচ্ছিল। 

কখনোই এজ শেমিং-এর পরোয়া করেন না অভিনেত্রী। মনের দিক থেকে অবশ্য আজও অভিনেত্রীর বয়স ২৫!  অভিনেত্রীর কথায়, ‘এই বছরের জন্মদিনে আমার নিজেকে দেওয়া উপহার এই ট্রিপ!’

হিমালয়ের কোলে নিরিবিলিতে কিছু অচেনা মানুষদের সঙ্গেই কাটালেন জন্মদিনের মুহূর্ত। এরপর ডেনিম শর্ট প্যান্ট আর কালো টি-শার্ট পরে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় ঘোরার সময়কার একটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেন। 

উত্তরবঙ্গের নৈসর্গিক সৌন্দর্যের ঝলক উঠে এসেছে শ্রীলেখার পোস্টে। তার কথায়, ‘এই দুদিনেই মায়ায় জড়ালাম যাদের সাথে, পথিক আমি, পথ চলাতেই আনন্দ'। তবে এই আনন্দের মুহূর্ত দেখেও নেটপাড়ার একাংশ কটাক্ষ করতে ছাড়েনি। একজন লেখেন, ‘আপনার সব প্রতিবাদ শেষ?’ আরেকজন লেখেন- ‘মদ খেতে মাতাল হয়ে ফটোশ্যুট করছে ম্যাডাম'। এদিকে ছেড়ে দেওয়ার পাত্রী নন শ্রীলেখা। নিন্দুকদের কড়া জবাব দিতে জানেন তিনি। জবাবে অভিনেত্রী লেখেন, ‘তুমিও একজন রেপিস্ট মনে হচ্ছে ভাই যে মেয়েদের এরকম কথা বলার সাহস পেলে? তোমার মতো পুরুষ মানুষ আছে বলেই মেয়েরা ভিক্টিমাইজড হয়। শুধরে যা বাছা কোনও দিদি বাঁচাবে না'।

এদিকে জাস্টিস হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর মালায়ালি পরিচালক রণজিৎ--এর নামে বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রীলেখা। কেরালার চলচ্চিত্র অ্যাকাডেমির প্রাক্তন চেয়ারম্যান রণজিতের বিরুদ্ধে মুখে খুলে শ্রীলেখা জানিয়েছেন, একটি ছবির কাজে তিনি যখন কেরালা গিয়েছিলেন তখন তাকে পরিচালক হেনস্তা করেন। অভিনেত্রী জানিয়েছেন, রণজিৎ পরিচালিত 'পালেরি মানিক্যম: অরু পাথিরাকোলাপথাকাথিনতে কথা' ছবিতে কাজ করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.