বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তী ব্যান্ড সোলসের পাঁচ দশক পূর্তি উপলক্ষ্যে লন্ডনে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। 'গানে গানে বাংলাদেশ' শিরোনামে এই কনসার্ট থেকে পাওয়া অর্থ বন্যাকবলিতের সহায়তায় ব্যবহৃত হবে বলে জানিয়েছে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান।
লন্ডনে সোলস তাদের ৫০ বছর পূর্তিউৎসব কনসার্টে দর্শক-শ্রোতাদের মাতানোর পাশাপাশি দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায়ও পাশে দাঁড়াবে। কনসার্টটি থেকে পাওয়া অর্থ বন্যাকবলিত দেশবাসীর সহায়তায় ব্যবহৃত হবে, সামাজিক মাধ্যমে এমনটিই জানিয়েছে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান। তাদের কথায়, বাংলাদেশের এই দুর্যোগময় মুহূর্তে প্রবাসীদের পক্ষ থেকে এ আয়োজন; বন্যাকবলিত দেশবাসীর সহায়তায় এই পরিকল্পনা।
শুধু সোলসই নয়, কনসার্টটিতে মঞ্চ মাতাবেন নন্দিত কণ্ঠশিল্পী ও রেনেসাঁর ব্যান্ডের সদস্য নকীব খান। আরও পারফর্ম করবেন ভার্সেটাইল কণ্ঠশিল্পী ও অরবিট ব্যান্ডের তারকা পলাশ, রিয়েলিটি শো সারেগামাপা তারকা অবন্তী সিঁথি। এর বাইরেও অমিত, ইনা খান, ফারজানা বিথিসহ আরও কয়েকজন তরুণ শিল্পীএ আয়োজনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে।