× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দান করে ফেসবুকে ছবি দিতে লজ্জা পান ববি

ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২৪, ২০:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ফেনী, কুমিল্লা অঞ্চলের বন্যার্তদের পাশে শুরু থেকেই ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তবে লোক দেখানো দান করা পছন্দ করেন না এই নায়িকা। এর কারণও জানালেন তিনি।

ববি জানান, তিনি শুধু এবার নয়, বরাবরই চ্যারটির কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। এতিমখানাসহ অসহায় মানুষদের পাশে থাকার অভ্যাস তার নতুন নয়। তবে মানুষের পাশে থেকে প্রচারণায় আশা তিনি এবং তার পরিবার কেউই পছন্দ করে না। তাইতো এবারের বন্যায় ক্ষতিগ্রস্থদের বন্যার শুরু থেকেই তিনি খাবার, শুকনো খাবার, কাপড়চোপড় সবকিছু দিয়ে পাশে থেকেছেন। কিন্তু এসব মিডিয়ার সামনে আনতে চাননি তিনি।

এ বিষয়ে এই নায়িকা বলেন, ‘এবারের মতো এমন ভয়াবহ বন্যা আমি আগে কখনো দেখিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যখন পানিতে ভেসে যাওয়া সাধারণ মানুষের ছবি দেখেছি। আমার ভেতর কেঁপে উঠতো। এরপর নিজে থেকেই আমি তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। তবে দান করে কখনো এগুলো ফেসবুকে ছবি দেই না। এর কারণ হচ্ছে বিষয়টি আমার কাছে খুব লজ্জা লাগে। কারণ, যাকে সাহায্য করছি তার অসহায়ত্বকে পুঁজি করা মনে হয় আমার কাছে।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.