× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমেরিকায় আর্টসেলের কনসার্টে বন্যার্তদের জন্য তহবিল

ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২৪, ২০:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

বিগত ২৫ বছর এর মধ্যে দেশের সবচাইতে  জনপ্রিয় ব্যান্ডদের মধ্যে প্রথম তালিকায় থাকবে আর্টসেল।  রজতজয়ন্তী উপলক্ষ্যে ব্যান্ডটি আন্তর্জাতিক সফরে বিভিন্ন দেশে শো করছে। এরমধ্যে অস্ট্রেলিয়া এবং কানাডা ট্যুর সারা ব্যান্ডটি এবার মার্কিন যুক্তরাষ্ট্রে পারফর্ম করবে। আগামি সেপ্টেম্বরে তাদের সেখানে পারফর্ম করার কথা রয়েছে।
শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা জানিয়েছে মোট পাঁচটি কনসার্টের স্থান ও সময় । কনসার্ট থেকে প্রাপ্ত পারিশ্রমিকের একটা অংশ বন্যা দুর্গতদের সহায়তার জন্য ব্যয় হবে বলে জানায় ব্যান্ড দলটি।
আগামী ৭ সেপ্টেম্বর ইন্ডিয়ানা, ২২ সেপ্টেম্বর ভার্জিনিয়া, ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, ৫ অক্টোবর ডালাস এবং ১১ অক্টোবর টেক্সাসের হিউস্টন শহরে পারফর্ম করবে ব্যান্ডটি। আয়োজক হিসেবে রয়েছে ফুলসার্কেল ক্রিয়েটিভ।
কনসার্টের তারিখগুলো প্রকাশ করে আর্টসেলের পক্ষ থেকে বলা হয়, ‘আর্টসেলের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইতোমধ্যে আমরা অস্ট্রেলিয়া এবং কানাডার ট্যুর সম্পন্ন করে তারই ধারাবাহিকতায় আমেরিকায় যাচ্ছি এই সেপ্টেম্বরে।’
দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়েও অবগত আর্টসেল। কনসার্ট থেকে প্রাপ্ত পারিশ্রমিকের একটা অংশ বন্যা দুর্গতদের সহায়তার জন্য ব্যয় হবে বলে জানিয়েছে। এছাড়াও বন্যার জন্য অর্থ তহবিল সংগ্রহেও কাজ করবেন তারা।  
আর্টসেলের কথায়,‘আমেরিকার বিভিন্ন স্টেটে শো করে যে পারিশ্রমিক আমরা পাব তার একটা অংশ আমরা নিয়ে আসব বন্যা দুর্গতদের সাহায্যে। এবং ওখানে বিভিন্ন অর্গানাইজারদের সাথেও কাজ করব ফান্ড তোলার জন্যে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.