× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবা হলেন জাস্টিন বিবার

ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২৪, ১৭:০২ পিএম

ছবিঃ সংগৃহীত

সেদিনের টিনেজ পপ তারকা জাস্টিন বিবার এখন সন্তানের জনক। স্ত্রী হেইলি বিবারের কোলে এলো জাস্টিনের প্রথম সন্তান। ভক্তদের এই খুশির সংবাদ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্যোজাতের একটুখানি দেখিয়ে বাবা হওয়ার আনন্দ প্রকাশ করেন।

আজ (২৪ আগস্ট)  সকালে ইনস্টাগ্রামে নবাগত সন্তানের পায়ের ছবি পোস্ট করেন এই কানাডিয়ান তারকা। লিখেছেন, ‘বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি।’সঙ্গে একটি নামও জুড়ে দেন, ‘জ্যাক ব্লুজ বিবার’।

চলতি বছরের মে মাসে তাদের প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন জাস্টিন এবং হেইলি। তারা একটি ভিডিওটিতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি।

সঙ্গে ছিল তাদের বিয়ের সময় নেওয়া শপথের কিছু টুকরো ছবিও। সেই সময় মার্কিন এক গণমাধ্যমে জানানো হয়েছিল, তারা সন্তান আসার খবর পেয়ে দারুন উচ্ছ্বসিত। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।

জাস্টিন এবং হেইলি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। বিয়ের ৬ বছর পর প্রথমবার বাবা মা হওয়ার সুখ পেলেন এই দম্পতি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.