× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বামবা আয়োজন করতে যাচ্ছে 'মুক্তি কনসার্ট'

ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট ২০২৪, ১৩:১০ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা) দেশব্যাপী আপামর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে একটি বিশেষ কনসার্টের আয়োজন করেছে। ‘মুক্তি কনসার্ট' শিরোনামে আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় এটি অনুষ্ঠিত হবে।

গতকাল (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা'র পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে কনসার্টে কারা পারফর্ম করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। কনসার্টের ভেন্যুও নির্ধারিত হয়নি। এ ব্যাপারে বামবার সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘আমরা ৩১ আগস্ট বামবার কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছি। এ ব্যাপারে গতকাল দুপুরে মিটিং হয়েছে। আজ বিস্তারিত জানানো হতে পারে।’

তবে এই কনসার্ট নিয়ে ফেসবুকে শ্রোতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে কেউ কেউ কনসার্টটির জন্য শুভকামনা জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে কনসার্টটি এখনই না করার অনুরোধও এসেছে।

এ প্রসঙ্গে টিপু বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও আলোচনা করছি। মিটিং শেষ করে হামিন আহমেদসহ আমরা আনুষ্ঠানিকভাবে কোন ভেন্যুতে হবে, কতগুলো দল অংশ নেবে ইত্যাদি বিস্তারিত জানাব। যদি পেছানোর সিদ্ধান্ত হয়, সেটিও জানাব।’ 

গতকাল সোমবার বিকেলে ‘একতার ডাক'  দিয়ে ব্যান্ড মিউজিক শিল্পীদের সংগঠন বামবা'র ফেসবুক পেজে বলা হয়, ‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

এতে আরও বলা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু- একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।'

জানা গেছে, মুক্তি কনসার্ট থেকে প্রাপ্ত তহবিল সরাসরি আহতদের চিকিৎসার জন্য ব্যয় হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.