× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন আন্তর্জাতিক উৎসবে 'দাঁড়কাক'

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৮:০১ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের তরুণ স্বাধীন চলচিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকী নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'দাঁড়কাক' তিনটি আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

জায়েদ সিদ্দিকী জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

এরমধ্যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের জন্য নির্বাচিত মাত্র ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচিত্রের মধ্যে জায়গা করে নিয়েছে 'দাঁড়কাক'। আগামী ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম IFFM365 শুধুমাত্র অস্ট্রেলিয়ান দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

আর ঐতিহাসিক গেইটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাওয়া শিমলা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক চলচিত্র  পুরষ্কারের জন্য চলচিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে 'দাঁড়কাক'। আগামী ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের শিমলায় এই চলচিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।

এছাড়াও, সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, যা আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যালে প্রদর্শনীর পর উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম Eventine-এ ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্রটি উন্মুক্ত থাকবে শুধু যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য।

পরিচালক জায়েদ সিদ্দিকী তার এই সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন প্রখ্যাত লেখক শহিদুল জহিরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে। অত্যন্ত ব্যক্তিগত অনুভূতি থেকে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে জানিয়ে পরিচালক বলেছেন, "এটি খুবই ব্যক্তিগত চলচ্চিত্র, যা সমাজের বয়োবৃদ্ধ মানুষের প্রতি আমাদের অবহেলা এবং ফলশ্রুতিতে তাদের যে অসহায়ত্বের অনুভূতি তা তুলে ধরে। আমরা সবাই একদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়বো, কিন্তু তার মানে এই নয় যে আমরা গুরুত্বহীন। সেটাই ছবিটির প্রতিপাদ্য।"

সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। 

চলচ্চিত্রটি এখন পর্যন্ত সাতটি দেশের ৯টি উৎসবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব ২০২৪, বার্লিনের ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক ২০২৪, কলকাতার ৭ম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৪ এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন ২০২৪।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.