× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন অভিষেক

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৬:৫৭ পিএম । আপডেটঃ ১৩ আগস্ট ২০২৪, ১৬:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত

বলিউডের অন্যতম বিখ্যাত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন এর বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেকদিন ধরে চলছে গুঞ্জন। এই গুঞ্জনের আগুনে ঘি ঢালে একটি ভুয়া ভিডিও। এই ভিডিওটির কারণে অনেকেই ধরে নিয়েছিলেন তাদের বিবাহবিচ্ছেদ হয়েই গেছে। শেষমেশ অভিষেক বচ্চন নিজেই এ ব্যাপারে মুখ খুলেছেন।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, এই নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতি নিয়ে আলোচনার বহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি বুঝতে পারছি, এটা কেন হয়। আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমার তাতে অসুবিধা নেই। আমরা ‘সেলেব্রিটি। এই ‘সেলেব্রিটি’ তকমা থাকলে এই বিষয়গুলো থাকবেই। 

এরপর সোজাসুজি অভিষেক বলেন, আমি এখনও বিবাহিত। এতে স্পষ্ট হয় যে আলাদা হচ্ছেন না রাই সুন্দরী ও জুনিয়র বচ্চন। এ খবর পেয়ে ভক্তরাও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।

এদিকে ছড়িয়ে পড়া ওই ভুয়া ভিডিওতে এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা অভিষেককে দেখা গিয়েছিল। তাকে বলতে শোনা যায় ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি! তার পরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.