× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

"তুমিই হতে পারো একমাত্র শেখ, যে কখনো পালাবে না"

স্বামীর উদ্দেশে ফারিণ

ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২৪, ১৮:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গত বছরের ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ও শেখ রেজওয়ানের  আকদ সম্পন্ন হয়। তাদের মধ্যে ৮ বছরের সম্পর্ক চলছিল। এ বছর তাদের বাগদানের একবছর পূর্ণ হল।

আজ (১১ আগস্ট) প্রথম প্রহরেই স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ৫টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে প্রকাশ করেন এই অভিনেত্রী। ঠিক এক বছর আগে বাগদানের দিনেই তোলা হয় এই ছবিগুলো। 

স্বামীর সঙ্গে সেই ছবি প্রকাশ করে মজার এক ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, "তুমিই হতে পারো একমাত্র শেখ, যে কখনো পালাবে না।"

এরপর বাগদানের এক বছর পূর্তিতে স্বামীকে শুভেচ্ছা জানান ফারিণ। লেখেন, ‘সুখের এক বছর।’ পাশাপাশি উল্লেখ করেন, ছবিগুলো তাদের বাগদানের দিনেই তোলা।

গত বছর স্বামীর প্রশংসা করে নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে এই অভিনেত্রী বলেছিলেন, "আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।"


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.