× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সঞ্জয়ের ভিসা বাতিল

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ২১:৩৪ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৪, ২১:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি অজয় দেবগন অভিনীত ‘সন অব সর্দার-টু' সিনেমার শুটিং এর জন্য স্কটল্যান্ড যাওয়ার কথা ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। কিন্তু যুক্তরাজ্য সরকার তার ভিসা বাতিল করে দেয়। এতে তার এই সিনেমায় অভিনয় করা হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের মতে স্কটল্যান্দ যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ হওয়ায় তিনি শুটিং এ অংশ নিতে পারছেন না। 

সঞ্জয়ের  বিরুদ্ধে ভারতে ১৯৯৩ সালে অবৈধ অস্ত্র মামলায় সাব্যস্ত হওয়ায় ভিসা দিতে নারাজ যুক্তরাজ্য সরকার। এ ঘটনায় ‘সন অব সর্দার-টু’সিনেমার সঞ্জয়ের পরিবর্তে খলনায়কের চরিত্রে রবি কিষণকে কাস্ট করা হয়। পুরো বিষয়টির সমালোচনা করলেন সঞ্জয়।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। তিনি বলেন "আমি একটি জিনিস জানি যে, যুক্তরাজ্য সরকার সঠিক কাজটি করেনি। ভিসার জন্য আমি তাদের সবকিছুই নিয়ম অনুযায়ী করেছি। সবকিছু ঠিক ছিল। তারপর এক মাস পর আমার ভিসা বাতিল করে দিল! আমি যুক্তরাজ্য সরকারকে সব কাগজপত্র এবং প্রয়োজনীয় সবকিছু দিয়েছি। তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন?"

হুট করেই ভিসা না দাওয়ায় চিন্তায় পড়েছেন এই অভিনেতা। কারণ তার হাতে এখন বেশকিছু সিনেমা রয়েছে। যেসবের বেশিরভাগের শুটিং যুক্তরাজ্যে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.