কোটাবিরোধী আন্দোলনে পুলিশি সহিংসতার বিরুদ্ধে 'আওয়াজ উডা বাংলাদেশ' নামে একটি গান রিলিজ দেন জনপ্রিয় র্যাপার হান্নান। এরপর গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। অবশেষে তিনি মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি তার এক সহকর্মী নিশ্চিত করেছেন।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, এক বন্ধুর জানাজা পড়ে ফেরার পথে হান্নান ও তার কয়েকজন বন্ধুকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন তল্লাশি করে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের ভিডিও ফুটেজ পেয়েছিল পুলিশ। সহিংসতায় জড়িত সন্দেহে পুলিশ তাদের আটক করে বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে হান্নানের ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি বিপুল সাড়া ফেলে তার গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। তার অনুসারী ও সংগীত অঙ্গনের অনেকেই তার গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেন। তার মুক্তি চেয়ে ‘হ্যাশট্যাগ ফ্রি হান্নান’ লিখেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।