এ বছরের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাড়িতে দুষ্কৃতকারীরা গুলি চালিয়েছিল। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এদের মধ্যে ভিকি কুমার গুপ্ত নামে এক অভিযুক্ত সোমবার (৫ আগস্ট) জামিনের আবেদন করেছেন। তিনি এই গোলাগুলির ঘটনায় নতুন তথ্য দিয়েছেন।
ভারতীয় পুলিশ সালমানের বাড়িতে গুলির ঘটনায় জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগসূত্র পেয়েছে। কিন্তু অভিযুক্ত ভিকি কুমার গুপ্ত এ ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন।
ভিকি বলেছেন, এ ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। তার নাম অকারণে আনা হচ্ছে। ২৬ বছর আগে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমান খানকে ভয় দেখানই ছিল গুলি চালানোর আসল কারণ। বিষ্ণু-পূজারি বিষ্ণোই সম্প্রদায় কয়েকশ বছর ধরে কিছু রীতি মেনে চলেন। সে রীতির মূলনীতি প্রকৃতির সুরক্ষা, বৃক্ষ ও প্রাণী রক্ষা। বিশেষ করে ওই কৃষ্ণ হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্রজ্ঞান করে ভক্তি করে। প্রাচীন হিন্দু পুরানে এই কৃষ্ণ হরিণের ব্যাপারে বলা হয়েছে যে, এরা ভগবান কৃষ্ণের রথ টানতো।