× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অরিজিৎ সিং অসুস্থতার কারণে পুরো আগস্ট মাসের শো বাতিল করেছেন।

হঠাৎ অসুস্থ অরিজৎ সিং, পুরো মাসের সব শো বাতিল

০২ আগস্ট ২০২৪, ২০:৩৮ পিএম

অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় পুরো আগস্ট মাসের শো বাতিল করে দেন। কিন্তু তার অসুস্থতার সঠিক কারণ এখনো অজানা। 

শুক্রবার (২ আগস্ট) ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে  তিনি লেখেন, "সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে আগস্টের সব শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য অপেক্ষায় ছিলেন। তবে, আমি ক্ষমা চাইছি এর জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়া থেকে নতুন এক প্রতিজ্ঞা নিচ্ছি, এরপর আমাদের সাক্ষাৎ স্মরণীয় হবে।"

তিনি লেখেন, "পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য আমি উদ্গ্রিব।"

লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ইত্যাদি শহরে আগস্টের শো গুলোতে অরিজিতের পারফর্ম করার কথা থাকলেও সেগুলো বাতিল হওয়ায় পরবর্তীতে সেপ্টেম্বরের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে এই শো গুলো করা হবে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.