× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারীবাদ ও নোরা ফাতেহির মন্তব্য

নারীবাদ নিয়ে নোরা ফাতেহির বিতর্কিত মন্তব্য, উঠে এলো মা-বাবার বিচ্ছেদ

ডেস্ক রিপোর্ট

০২ আগস্ট ২০২৪, ১৭:০০ পিএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২৪, ১৮:২৩ পিএম

বর্তমানে বলিউডে অন্যতম সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী হলেন নোরা ফাতেহী। তার জনপ্রিয় সব গানে মোহনীয় ভঙ্গিমার কোমর দোলানো, বিশ্বব্যাপী হাজারো ভক্তের হৃদয়ে পাকাপোক্ত ভাবে স্থান করে নিয়েছে। গেল কিছুমাস আগে এক পডকাস্টে মরোক্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী নারীবাদ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। রণবীর আল্লাবাদিয়ার সেই পডকাস্টে ফাতেহি বলেছিলেন," আমি নারীবাদে বিশ্বাসী নই। নারীবাদ আমাদের সমাজকে বিপর্যস্ত করেছে।" 

গেল কিছুমাস আগে এক পডকাস্টে মরোক্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী নারীবাদ নিয়ে তার দৃষ্টিভঙ্গি  তুলে ধরেন। রণবীর আল্লাবাদিয়ার সেই পডকাস্টে ফাতেহি বলেছিলেন," আমি নারীবাদে বিশ্বাসী নই। নারীবাদ আমাদের সমাজকে বিপর্যস্ত করেছে।" 


মুক্তচিন্তার এই যুগে এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন তিনি। সেসময়ে এই বিষয়টি নিয়ে ইন্টারনেটে ব্যাপক  চর্চা হলেও সোশ্যাল ইমেজ রক্ষায় ফাতেহি একদম চুপ মেরে বসে ছিলেন।

পরে অবশ্য এ ব্যাপারে আবার মুখ খোলেন নোরা ফাতেহি। বিষয়টি নিয়ে ম্যাশেবল ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন," যারা সত্যিকারের নারীবাদী, যারা অধিকার নিয়ে সোচ্চার তাদের জন্য এই মন্তব্য নয় । এটি পশ্চিমা বিশ্বের তথাকথিত নারীবাদীদের উদ্দেশ্যে বলেছিলাম।"

ফাতেহি আরও বলেন, "একটি বিষয় পরিষ্কার করতে চাই , এই সমস্যা কেবল ভারতের নয় । আমরা এখনও সংস্কৃতি ও মূল্যবোধের কদর করি। কিন্তু পশ্চিমা সমাজে, বহুমানুষ আছেন যারা মনে করেন একাই সব কিছু করা যায়। এমনকি তারা মনে করেন, একাই সন্তান ধারণ ও লালনপালন করা যায়। অবশ্যই আপনি এটা করতে পারেন। কিন্তু আপনি সেই ধারণাকে উৎসাহ দেবেন কেন? একক পরিবার গড়তে উৎসাহ দেওয়া উচিত নয়। "

নিজের অভিজ্ঞতা উল্লেখ করে নোরা ফাতেহি বলেন, “আমি একটি ডিভোর্স পরিবার থেকে এসেছি। আমার বয়স যখন ১০-১১ বছর, তখন আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। সুতরাং সিঙ্গেল মায়ের উপরে কতটা নেতিবাচক প্রভাব পড়ে তা আমি দেখেছি। সন্তান বাবা-মায়ের সঙ্গে বেড়ে উঠুক— আমি এই ধারণার পক্ষে।”

ক্ষমা চেয়ে নোরা ফাতেহি বলেন, “আমার মন্তব্যটি বিষয়বস্তুর বাইরে নেওয়া হয়েছে। কেউ যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা প্রার্থনা করছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমি বক্তব্যটি দিইনি। অভিজ্ঞতার ভিত্তিতে মন্তব্য করেছিলাম। কারণ আমি পশ্চিমা দেশে বেড়ে উঠেছি।”

আইটেম গানের বলয় পেরিয়ে নোরা ফাতেহি এখন অভিনয় জগতও মাতিয়ে বেড়াচ্ছেন। এ বছরেই তার অভিনীত সিনেমা 'ক্র্যাক' মুক্তি পায়। আদিত্য দত্ত পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রের অভনয় করেন বলিউডের  তিন তারকা, আর্জুন রামপাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। আরও কিছু ছবির কাজ তার হাতে রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.