× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী প্রচারণায় নায়ক সাইমন সাদিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

১৬ মে ২০২৪, ১৫:০৪ পিএম

দেশজুড়ে চলছে উপজেলা নির্বাচনের আমেজ। দিন-রাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবার কিশোরগঞ্জের নিকলীতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

জানা যায়, কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন ব্যবসায়ী মোকাররম সরদার। আর এই ব্যবসায়ীর নির্বাচনী প্রচারণার মাঠে দেখা গেছে নায়ক সাইমন সাদিককে।

গতকাল বুধবার সকালে চিত্রনায়ক সাইমন তার ফেসবুক আইডিতে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা নিকলীর ছাতিরচরের প্রচারণার কিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ছাতিরচর এর বাচ্চারাও যেন সরদারময়।’

দ্বিতীয় ধাপে ২১ মে কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চিত্রনায়ক সাইমন নিকলী উপজেলার ছাতিরচর হাওরে আনারস প্রতীকের প্রার্থী মোকাররম সরদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

এ বিষয়ে চিত্রনায়ক সাইমন সাদিক জানান, নিকলী আমাদের পার্শ্ববর্তী উপজেলা। নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোকাররম সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি আমার পরিচিত বড় ভাই। উনি আমাকে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বলেন। তাই আমি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এখানকার যারা ভোটার ও সাধারণ মানুষ রয়েছেন তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। উপজেলার সাধারণ মানুষ বলছেন ২১ মে সবাই আনারস মার্কায় ভোট দিয়ে মোকাররম সরদারকে বিজয়ী করবেন। এ প্রচারণায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। 

চিত্রনায়ক সাইমন নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় তাকে দেখতে ভিড় করেন এলাকার স্থানীয় উৎসুক জনতা। কেউ সেলফি তোলেন আবার কেউ অটোগ্রাফ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.