× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় বন্যাকে সংবর্ধনা

বিনোদন প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩ পিএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২০ পিএম

দেশের খ্যাতিমান রবীন্দ্র সংগীতশিল্পী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি সম্প্রতি ভারতের বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়েছেন। 

এ জন্য তাকে শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সংবর্ধনা জানাচ্ছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে এ সংবর্ধনা জানানো হবে। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নাট্যজন আতাউর রহমান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রেজওয়ানা চৌধুরী বন্যার সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ সেলিম।

এতে আরও উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীরা। একক সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী লিলি ইসলাম, স্বাতী সরকার, মহাদেব ঘোষ, খন্দকার খায়রুজ্জামান কাইউম, বুলবুল ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, পীযুষ বড়ুয়া প্রমুখ। পাশাপাশি ‘স্পন্দন’শিল্পীগোষ্ঠী শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.