× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোট দিতে পারছেন না ডলি সায়ন্তনী

পাবনা প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচণের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের দিন রোববার  (৭ জানুয়ারি) মাঠে রয়েছেন অনেক আলোচিত ও তারকা প্রার্থী। তার মধ্যে পাবনা ২ (সুজানগর-আমিনপুর) আসনে নির্বাচন করছেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ভোটারদের নানা ধরনের গান শুনিয়ে আলোচনায় ছিলেন ডলি সায়ন্তনী।

কিন্তু হঠাৎ করেই ভোটের আগেরদিন জানা গেল, ভোট দিতে পারবেন না এই কণ্ঠশিল্পী। ঢাকার ভোটার হওয়ার কারণে নিজের সংসদীয় আসনে তিনি ভোট দিতে পারছেন না।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি৷ কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছি না।’

ডলি সায়ন্তনী বলেন, ‘ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকবো আমি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.