× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না: স্বাগতা

বিনোদন ডেস্ক

২২ নভেম্বর ২০২৩, ১৯:৫১ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বউ না হলে তার সিনেমার নায়িকা হওয়া যায় না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী স্বাগতা। সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে এমনটা বলেছেন তিনি। 

স্বাগতা বলেন, ‘আমি প্রচুর নাটকে কাজ করেছি। তবে সিনেমায় কাজ করা হয়নি। শাকিব খান তো অপু বিশ্বাসকে ছাড়া সিনেমা করবেন না। তবুও করলেন কার সাথে? বুবলীর সাথে। দুজনেই তার স্ত্রী। কিন্তু আমি তো আর তার বউ হবো না।’ 

এরপর শাকিব প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘তার সম্পর্কে খুব বেশি জানি না, তবে প্রোপাগান্ডা শুনি। আপনি (সঞ্চালককে উদ্দেশ্য করে) যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।’

শাকিবের সঙ্গে কাজের সুযোগ না হলেও তাকে পছন্দ স্বাগতার। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।’

স্বাগতা আরও বলেন, ‘আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন অনেক কনফিউজড ছিলাম। করবো কী করবো না এসব ভেবে। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন। শত্রু শত্রু খেলা। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হবো কী না তা নিয়ে দ্বিধায় ছিলাম। ’

তবে সেসময়ের তুলনায় এখন দেশের সিনেমার পরিবেশ ভালো হচ্ছে বলে মনে করেন এই অভিনেত্রী। স্বাগতার ভাষায়, ‘একটা সময় ছিল, যখন মাসে ৪ টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পায়রি। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সামনে আরও ভালো হবে।’

এদিকে শাকিব খানকে নিয়ে স্বাগতার এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি শাকিবভক্তরা। তাদের দাবি, গত দুই যুগে শাকিব খান অপু বিশ্বাস ও বুবলীর বাইরেও একাধিক নায়িকাকে নিয়ে সিনেমায় কাজ করেছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.