বলিউড তারকা কৃতি শ্যাননের সাথে দক্ষিণী তারকা প্রভাসের প্রেমের গুঞ্জন রয়েছে। তবে সম্প্রতি চাউর হয়েছে, প্রভাসের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে তার। তাই প্রকাশ্যেই কৃতি নিজেকে সিঙ্গেল দাবি করেছেন।
কৃতি জানিয়েছেন, তার কোনো প্রেমিক নেই। খবর টাইমস অব ইন্ডিয়ার
সম্প্রতি কৃতি জানান, আপাতত তার কোনো সঙ্গী নেই। তবে জীবনে অবশ্যই একজনকে প্রয়োজন। তাকে হতে হবে সৎ ও ভালো মানুষ।
তিনি বলেন, ‘আমার এমন সঙ্গী চাই, যে আমাকে অনুপ্রেরণা জোগাবে। তাকে অবশ্যই আমার থেকে লম্বা হতে হবে’।
প্রভাসের সঙ্গে ছাড়াও আরও কয়েকজনের সঙ্গে কৃতির প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। টাইগার শ্রফের সঙ্গেও জুড়েছিল এই অভিনেত্রীর নাম। জানা এক সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি।