× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহরিয়ার কবিরের মেয়ের আত্মহত্যায় ‘বিব্রত’ সাফা কবির

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০২৩, ০৭:৩২ এএম

বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালীতে শাহরিয়ার কবিরের বাসা থেকে উদ্ধার করা হয় তার মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ। বেশ কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালে ওই খবর প্রচার করা হয় সাফা কবিরের নাম দিয়ে। পরে ভুল বুঝতে পেরে তারা সংশোধনও করে নেয়। কিন্তু ততক্ষণে ফেইসবুকে ওই তথ্য ভাইরাল হয়ে যায়।

শুক্রবার দুপুরে সাফা কবির তার ফেইসবুক পেইজে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই ঘটনায় তিনি বিব্রত। 

সবাইকে সাপ্তাহিক ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে সাফা লেখেন, “একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।" 

সুস্থ আছেন জানিয়ে সাফা লেখেন, "আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।"

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাফা কবির সম্পর্কে ‘বাবা ও মেয়ে’- এমন একটি কথা কয়েক বছর আগে ছড়ায় এক ধর্মীয় বক্তার কথায়। সেই বক্তা দাবি করে বসেন, শাহরিয়ার কবির, খুশি কবির, অভিনেত্রী সাফা কবির, গায়ক জন কবির সবাই এক পরিবারের সদস্য। পরে তিন জনই তাদের কোনো পারিবারিক সম্পর্ক না থাকার কথা নিশ্চিত করেন। 

বিভিন্ন গণমাধ্যমে সাফা কবিরের জন্ম সাল উল্লেখ করা হয়েছে ১৯৯৪ সাল। সে হিসেবে তার বয়স এখনও ৩০ হয়নি। তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ।

২০১৩ সালে ‘অলটাইম দৌড়ের ওপর’ টেলিফিল্মে অংশ নেওয়ার মধ্য দিয়ে সাফা কবিরের টিভিতে অভিনয় শুরু। এরপর আরও অনেক নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.