× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুইমিংপুলে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে তোপের মুখে শেফালি

বিনোদন ডেস্ক

০৭ জুন ২০২৩, ০২:৫৯ এএম

ভারতের এক সময়ের জনপ্রিয় গান ‘কাঁটা লাগা’র মডেল শেফালি জারিওয়ালা। ওই গানে পারফর্ম করে ভক্তদের হৃদয় কেড়ে নেন তিনি। 

এরপর রিয়েলিটি শো বিগ বসেও অংশগ্রহণ করেছিলেন শেফালি। সেখান থেকেও পেয়েছেন আরও পরিচিতি। তবে এই মডেলের ব্যক্তিজীবনকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। তাই নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন মূহুর্ত ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি।

বর্তমানে স্বামীর সঙ্গে গোয়ায় অবকাশ যাপন করছেন শেফালি। সেখানে একটি সুইমিংপুলে তাদের দুজনের বিভিন্ন মুহুর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। 

ছবিগুলো পোস্ট করতেই দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। আকাশি নীল রঙের বিকিনিতে সুইমিংপুলে যেন উত্তাপ ছড়াচ্ছিলেন এই মডেল। এসময় পাশ থেকে স্বামীকেও বিভিন্ন পোজ দিতে দেখা যায়।

তবে খোলামেলা রূপে ছবিগুলো প্রকাশ করে তোপের মুখেই পড়েছেন শেফালি। স্বামী-স্ত্রীকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছে নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ তাদের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন।

যদিও শেফালি বা তার স্বামী সেই সকল কোনো মন্তব্যরই জবাব দেননি। বরং নিজেদের অবসর সময়টা দারুণ উপভোগ করেই কাটাচ্ছেন এই দম্পতি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.