× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ‘৭২ হুরাইন’ ছবি নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক

০৬ জুন ২০২৩, ০৩:৫৪ এএম

‘দ্য কাশ্মীর ফাইলস’ বিতর্কের রেশ কাটতে না কাটতে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। সেটিও তীব্র সমালোচনার মুখে পড়ে। ধর্মীয় আবেগকে পুঁজি করে, মনগড়া তথ্য তুলে ধরার অভিযোগ রয়েছে ছবিগুলোর বিরুদ্ধে। সেই তালিকায় এবার আরও একটি সংযোজন। নাম ‘৭২ হুরাইন’।

গত রবিবার (৪ জুন) ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই শুরু বিতর্কের ঝড়। নেট দুনিয়া জুড়ে অনেকেই বলাবলি করছে, আরও একটি ‘প্রোপাগান্ডা’ ছবি আসতে চলেছে।

৫১ সেকেন্ডের এই টিজারে বিশ্বের কুখ্যাত সব জঙ্গির নাম-ছবি রাখা হয়েছে। যেমন ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সাঈদ প্রমুখ। টিজারের ব্যাকগ্রাউন্ডে একজনের সংলাপ রয়েছে। তিনি বলছেন, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জান্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’

নেটিজেনদের অনেকেই এসব ছবির সমালোচনায় সরব। একজন বলেছেন, ‘কাশ্মীর ও কেরালার পর নতুন আরেকটি প্রোপাগান্ডা ছবি’; আরেকজনের মতে, ‘ব্যর্থ নির্মাতা-শিল্পীরা ভারতের সিংহভাগের রহস্য বুঝে ফেলেছে। বিবেক অগ্নিহোত্রী (দ্য কাশ্মীর ফাইলসের নির্মাতা), আদাহ শর্মারা (দ্য কেরালা স্টোরির অভিনেত্রী) কখনও নিজ যোগ্যতায় নন-প্রোপাগান্ডা ছবি বানাতে পারবে না এবং ২০০ কোটি রুপি আয়ও করতে পারবে না।’ অন্য একজন আক্ষেপের সুরে বলেছেন, ‘বলিউড তার জৌলুস হারিয়ে ফেলছে এসব ছবির কারণে।’

বলা জরুরি, ‘৭২ হুরাইন’ ছবিটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি স্বল্প পরিসরে মুক্তি পেয়েছিল। এটির জন্য সেরা নির্মাতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সঞ্জয় পুরাণ সিং চৌহান। এর আগে ২০০৯ সালে ‘লাহোর’ সিনেমার জন্য সেরা ডেবিউ ফিল্মের জাতীয় পুরস্কার পান তিনি।

ছবিটি নিয়ে নির্মাতার ভাষ্য, ‘দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালে, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গিতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গিরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তারা এই ৭২ কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়ে, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করে, শেষ পর্যন্ত একটা ভয়ংকর পরিণতির মুখোমুখি হয়।’

এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা, আমির বশির, রশীদ নাজ প্রমুখ। প্রযোজনায় গুলাব সিং তানওয়ার, কিরণ ডাগর ও অনিরুদ্ধ তানওয়ার। আগামী ৭ জুলাই বড় পরিসরে মুক্তি পাচ্ছে ছবিটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.