সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হলো ঈদের বিশেষ নাটক ‘ভাইব’। দয়াল সাহার কাহিনি রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। বর্তমানে চলছে নাটকটির এডিটিং, কালার গ্রেডিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ।
এটি আগামী কোরবানি ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। ‘ভাইব’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী, ইফ্ফাত আরা তিথী, রকি খান, আসমা পাঠান রূম্পা, মৌ শিখা, সীমানা শিলা, তমা ইসলাম, মৌমী শেখ প্রমুখ।
স্বপ্নঘুড়ি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ভাইব’ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে তারুণ্য ও বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন মজার ঘটনাকে কেন্দ্র করে। নাটকটি নিয়ে নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, ‘ভাইব মানে আবহ্, অস্থিরতা কিংবা চাঞ্চল্য ইত্যাদি। এটি আসলে আমাদের জীবনেরই গল্প, সমাজের গল্প, পরিবারের গল্প। যেহেতু এটি ঈদের নাটক সেহেতু এর আয়োজনটাও একটু মশলাদার রাখা হয়েছে।’
নাটকের প্রধান চরিত্রের একজন অভিনেতা যাহের আলভী বলেন, ‘দুর্দান্ত একটি মজার গল্পের নাটক ভাইব। গল্পটিতে দারুণ টুইস্ট আছে, ভাইব আছে। দর্শক দেখে মজা পাবেন এটুকু শুধু বলবো।’
প্রধান চরিত্রের আরেকজন অভিনেত্রী ইফফাত আরা তিথী বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটা হচ্ছে একজন আধুনিক মেয়ের। যে কিনা অনেক অনেক স্মার্ট। তাই যত স্মার্ট ছেলেই তাকে পছন্দ করুক না কেন সে কাউকেই পাত্তা দেয় না। সে নিজেকে নিয়ে একটা ভাবে থাকে।’
নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রের একজন অভিনেতা রকি খান বলেন, ‘আমরা অনেক কষ্ট করে একটা নাটকে কাজ করি আপনাদের জন্য। আপনারা নাটকটি দেখে কত মার্ক দিবেন আপনারাই চিন্তা করবেন। এই নাটকটিও সেরকম একটি কাজ।’
আসমা পাঠান রূম্পা বলেন, ‘আমাদের পরিচালক এই নাটকটির কাহিনি একটু অন্যরকম হওয়ার কারণে পছন্দ করেছেন। এটি দেখলে যেমন একটু আনন্দ পাবেন আবার একটু সেডও হবেন। আসলে সব বলে দিলে তো আর দেখে মজা পাবেন না। তাই দেখার নিমন্ত্রণ রইলো।
‘ভাইব’ নাটকের ভিডিও রিপোর্ট দেখতে ফেসবুক ও ইউটিউবে গিয়ে সংবাদ সারাবেলা লিখে সার্চ করুন। অথবা নিচের লিংকে ক্লিক করুন: