× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ক্ষত’ দিয়েই ইরফান-মাহা

বিনোদন প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৩, ০৫:১৭ এএম

ইরফান সাজ্জাদের বিপরীতে প্রথমবার একটি নাটকে অভিনয় করেছেন নতুনদের মধ্যে আলোচিত অভিনেত্রী নায়মা আলম মাহা। আওরঙ্গজেবের গল্পে তুহিন হোসেনের পরিচালনায় ইরফান সাজ্জাদ ও মাহা ‘ক্ষত’ নাটকের কাজ শেষ করেছেন বলে জানালেন ইরফান।

তিনি বলেন, ‘আমাদের গ্রামে গঞ্জে এখনো যে সহজ সরল মানুষ আছেন, এখনো যে গ্রামের সহজ সরল এই মানুষেরা দালালের খপ্পরে পরে সব হারান, তাই মূলত ক্ষত নাটকের মূল গল্প।’ 

নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘তুহিন হোসেন অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে প্রথমবার আমার বিপরীতে অভিনয় করেছে মাহা। অভিনয়ের প্রতি মাহার দারুণ একাগ্রতা আছে। আগামীতে অভিনয়ে অনেক ভালো করার সম্ভাবনা আছে। তারমধ্যে সম্ভাবনাটা আমি দেখেছি। আর যেহেতু সালাহ উদ্দিন লাভলু ভাই, সাগর জাহান ভাই, কায়সার আহমেদ ভাইসহ আরো অনেকেই তাকে নিয়ে কাজ করেছেন। সুতরাং বুঝাই যাচ্ছে মাহা অভিনয়ে কতোটা ভালো। মাহার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। সেইসাথে আগামীতে আরো কাজ করারও প্রত্যাশা রইলো।’

মাহা বলেন, ‘শুরুতেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই নির্মাতা তুহিন ভাইকে আমাকে জীবন ঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এটা আমার জুটি হিসেবে প্রথম কাজ। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তারসঙ্গে কাজটি করতে বেশ ভালো লেগেছে আমার। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’

 তুহিন হোসেন জানান, আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। গতকাল ১ এপ্রিল রাত আটটায় আরটিভিতে প্রচারিত হয়েছে ইরফান সাজ্জাদ অভিনীত কাজী বাহাদুর হীমু পরিচালিত ‘ছোট বড় প্রেম কাহিনী’ নাটকটি। মাহা নিয়মিত অভিনয় করছেন কায়সার আহমেদের পরিচালনায় ‘বকুলপুর সিজন টু’ ও সাগর জাহানের পরিচালনায় ‘অনলাইন অফলাইন’ ধারাবাহিকে।

সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় তিনি চ্যানেল আইতে প্রচার শেষ হওয়া ‘ষণ্ডা পাণ্ডা’ নাটকেও অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.