একেবারেই মিডিয়ার সামনে আনতে চান না সারিকা তার স্বামীকে। দ্বিতীয় বিয়ের খবরটি প্রকাশের পর সারিকা এভাবেই নিজের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, ‘আমার স্বামী তার জায়গায় কাজে ব্যস্ত থাকবে, আমি আমার জায়গায়। কিন্তু কোনোভাবেই মিডিয়া পার্টি বা একসঙ্গে কোনো নাটক, গান বা কোনো টিভিশোতেও অংশ নিতে চাই না।’
সম্প্রতি আবারো বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী সারিকা। স্বামী আহমেদ রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কিন্তু দ্বিতীয় সংসার নিয়ে কেন এমন উপলব্ধি? জানতে চাইলে এমন সিদ্ধান্ত প্রসঙ্গে সারিকা বলেন, ‘সংসারটা মূলত দুজনের। তাই নিজেদের জায়গাতেই আমরা এভাবে হাসি-খুশি থাকতে চাই। সব ঝামেলা বা দূরত্ব মূলত এই তৃতীয় পক্ষ থেকেই শুরু হয়। তাই আমি কখনোই চাইবো না মিডিয়ায় ব্যক্তিজীবনটা আসুক। এটি শুধু আমার একার সিদ্ধান্ত না। দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের ভুল থেকেই এমন শিক্ষা কি-না জানতে চাইলে সারিকা বলেন, ‘না, নিজের ভুল বলে কিছু মনে করি না। সবটাই শিক্ষা। আর এই উপলব্ধি থেকেই আমরা দুজনই সাবধান থাকতে চাই।’ সারিকা দীর্ঘদিনের বিরতি ভেঙে অভিনয়ে ব্যস্ত হয়েছেন। এর পাশাপাশি একটি টিভি চ্যানেলে সেলিব্রেটি শো সঞ্চালনা এবং বিজ্ঞাপনের কাজ করছেন। সারিকা বলেন, ‘জীবনের নানা পর্যায় থেকেই মানুষ শেখে। আমিও শিখেছি। সবাই দোয়া করবেন, যেন আমরা দুজন সুখে থাকতে পারি।