× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিনেমায়-নাটকে তানিন সুবহা

বিনোদন প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৭ এএম

তানিন সুবহা, অভিনয়ের পাশাপাশি মেয়েদের সৌন্দর্য্যচর্চার ব্যবসাও সম্পৃক্ত আজ থেকে প্রায় দশ বছর আগে থেকে। ২০১৪ সালে রাজধানীর বাসবোর স্কাইভিউ শপিং কমপ্লেক্সে ‘তানিন’স বিউটি পার্লার’র যাত্রা শুরু হয়। যে কারণে অভিনয়ে কখনো কখনো নিয়মিত না থাকলেও বিউটি পার্লারেই তার মনোযোগ থাকে। মাঝে বেশকিছুদিন অভিনয়ে নিয়মিত ছিলেন না তিনি। এখন পুরোদস্তুর ব্যস্ত তিনি অভিনয় নিয়েই। এরইমধ্যে তিনি ছয়টি সিনেমার কাজ, চারটি একক নাটক ও একটি ধারাবাহিক নাটকের কাজ করেছেন। 

তানিন সুবহা অভিনীত যে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলো হচ্ছে গাজী মাহবুবের ‘প্রেমের বাঁধন’, জাভেদ মিন্টুর ‘দুই রাজকন্যা’, ‘বীর মাতা’, এমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, মিজানুর রহমান শামীমের ‘বীর বাঙ্গালী’, নয়ন আহমেদ’র ‘মাটির পুতুল’। আগামী ঈদে ও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের জন্য সিদ্দিকুর রহমানের পরিচালনায় তানিন অভিনয় করেছেন ‘দ্য জঙ্গল’,‘ লাভার ফোরটুয়েন্টি’, ‘দরগা বিবি’,‘ শালী বউ’। এছাড়াও তিনি সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সিনেমার মানুষ’ ধারাবাহিকেরও কাজ শেষ করেছেন। 

তানিন সুবহা বলেন, ‘অভিনয়ে আমার আদর্শ শাবনূর আপু। তার অভিনয়ই আমার ভীষণ ভালোলাগে। তার অভিনয় আমি অনুপ্রেরণা হিসেবে নিয়ে অভিনয় করার চেষ্টা করি। এছাড়া অভিনয় ভালোলাগে আমার শাবানা ম্যাডাম ও ববিতা ম্যাডামের। আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। সারা জীবন অভিনয়ই করে যেতে চাই যেন নাটক সিনেমাপ্রেমী দর্শক আমাকে একজন অভিনেত্রী হিসেবেই মূল্যায়ন করেন।’ এদিকে তানিন সুবাহ জানান, রাজধানীর আফতাব নগরের জি ব্লকের এক নম্বর রোডের এক নম্বর বাড়িতে তার ‘তানিন’স বিউটি পার্লার’র দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে। তানিন সুবাহ অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘মাটির পরী’, ‘ভালো থেকো’, ‘দেমাগ’, ‘তুই আমার’, ‘রাজা রানীর গল্প’, ‘পৃথিবীর নিয়তি’। ২০২০-এর ১৬ ডিসেম্বর তানিন সুবহা তার বাবাকে হারান। বাবাকে হারানোর পর থেকে তানিন তার নিজের ভেতরের অনেক কষ্ট কারো সঙ্গে শেয়ার করতে পারেন না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.