ভারতের মানচিত্রের উপর দিয়ে
হাঁটায় সামাজিকমাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার
হচ্ছেন বলিউড তারকা অক্ষয় কুমার।
একটি উড়োজাহাজ সংস্থার জন্য নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয় কুমার। একই বিজ্ঞাপনে অভিনয় করেছেন দিশা পটানি, নোরা ফাতেহি, মৌনি রায়ও। সেই বিজ্ঞাপনে দেখা যায়, একটি প্রতীকী গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তারা সবাই। সামাজিকমাধ্যমে সেই বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেন ‘রাম সেতু’ খ্যাত অভিনেতা। ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আমজনতার রোষের মুখে পড়েন অক্ষয়। ভারতের মানচিত্রের উপর দিয়ে হেঁটে দেশকে চূড়ান্ত অপমান করছেন তিনি, অভিযোগ সাধারণ মানুষের।
কীভাবে এমন কাজ করলেন তিনি? অভিনেতার উদ্দেশে প্রশ্ন ভক্তদের। কেউ কেউ আবার এই সুযোগে অক্ষয়কে কানাডার নাগরিক বলে খোঁচা দিতেও ছাড়েননি।