× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একদিন পিছিয়ে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে কাল

বিনোদন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০২ এএম

বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা শোনা যাচ্ছিলো, ফেব্রুয়ারি তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে, সোমবার ( ফেব্রুয়ারি) সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হচ্ছে না। বরং তারা এদিন তাদের হলুদ অনুষ্ঠান হবে। আর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ফেব্রুয়ারি।

রাজস্থানের জয়সালমের শহরে অবস্থিত সূর্যগড় প্রাসাদে অনুষ্ঠিত হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে। এজন্য প্রাসাদে যাবতীয় সব ব্যবস্থা করা হয়েছে। রবিবার ( ফেব্রুয়ারি) নাগাদ অতিথিরাও সবাই হাজির হয়ে গেছেন। এদিন রাতে মেহেদি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের তিন দিনব্যাপী আয়োজন শুরু হচ্ছে। 

সিদ্ধার্থ কিয়ারা শনিবার ( ফেব্রুয়ারি) মুম্বাই থেকে জয়সালমেরে উড়ে গেছেন। এরপর রবিবার ছুটে এসেছেন শহীদ কাপুর, মিরা রাজপুত, করন জোহর, আকাশ আম্বানির মতো তারকা প্রভাবশালী ব্যক্তিরা। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা জানাতে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে।

বলিপাড়ায় জোর চর্চা যে এই বলিউড জুটির গ্র্যান্ড বিয়ে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে, অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হবে তাঁদের বিয়ের পুরো অনুষ্ঠান।

এই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে অ্যামাজন প্রাইম ভিডিওর এক পোস্টে। ওটিটি প্ল্যাটফর্মটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিদ্ধার্থ ও কিয়ারার একটি ছবি ও সূর্যগঢ় প্যালেসের ছবি পোস্ট করে এ ইঙ্গিত দিয়েছে। 

এই বিয়েতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করণ জোহর, মনীশ মালহোত্রা, ঈশা আম্বানি, শহীদ কাপুর, মীরা রাজপুতসহ আরও অনেক তারকার সমাগম হবে বলে জানা গেছে। নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য ৮৪টি বিলাসবহুল ঘর বুক করা হয়েছে। আর যাতায়াতের জন্য মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, বিএমডব্লউসহ ৭০টি নামীদামি ব্র্যান্ডের গাড়ি ভাড়া নিয়েছে তারা। সূর্যগঢ় প্যালেসের প্রতিদিনের ভাড়া প্রায় দুই কোটি। ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের আসর বসছে। এরপর কিয়ারা আর সিদ্ধার্থ মুম্বাইয়ে এক বিবাহত্তোর সংবর্ধনা দেবেন।

বিয়ের কথা তো দূরে, প্রথম প্রথম সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কেউ তাঁদের প্রেমের কথাই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে ঠিকই তাঁদের বিয়ের তোড়জোড় চলছে। আজ বাদে কাল সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে সরাসরি স্বীকার না করলেও অনেকবার এমন ইঙ্গিত দিয়েছেন যাতে সহজেই বোঝা যায়, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি। 

রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে এই রাজকীয় বিয়ের আসর বসছে। তাঁদের বিয়েতে রাজকীয় মেনু থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে কিছু মেনু ফাঁস হয়েছে। জানা গেছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে বাজরার রুটি, বাজরার সোয়াসহ আরও নানা রাজস্থানি বাহারি পদ থাকবে।

এ ছাড়া কন্টিনেন্টাল, থাই, ভারতীয়সহ নানা ক্যুইজিন মেনুতে রাখা হবে। জানা গেছে, সংগীতের দিন এই জুটি মঞ্চে রীতিমতো আগুন জ্বালাবেন। তাঁরা জুটি বেঁধে তাঁদেরই ছবি ‘শেরশাহ’-এর গানের সঙ্গে রোমান্টিক নাচ করবেন। সিদ্ধার্থের পরিবার তাঁদের বাড়ির বউমাকে অর্থাৎ কিয়ারাকে খুশি করার জন্য সবাই মিলে নাচ পরিবেশন করবেন। নাচগানের বন্দোবস্তও হবে মালহোত্র পরিবারের উদ্যোগেই। শুরুতে গোপন থাকলেও পরে জানা গিয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার একসঙ্গে নাচ এ উৎসবের বিশেষ আকর্ষণ।সন্ধ্যায় নবদম্পতি নাচবেন নিজেদেরই সিনেমার হিট গানে। যে তালিকায় রয়েছে, ‘কালা চশমা’, ‘বিজলি’, ‘রংসারি’, ‘ডিস্কো দিওয়ানে’, ‘নাচনে দে সারে’ এবং অন্যান্য আসর মাতানো গান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.