× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮০০ কোটি রুপির ক্লাবে ‘পাঠান’

বিনোদন ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২২ এএম

১১তম দিনে শুধুমাত্র হিন্দি সংস্করণেই এই ছবির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপিতে। এর মাধ্যমে এই প্রথম কোনো বলিউডের সিনেমা চার কোটির অভিজাত ক্লাবে প্রবেশ করল। এদিন বিশ্বব্যাপী ছবিটির আয় গিয়ে ঠেকেছে প্রায় ৮০০ কোটিতে। মুক্তির পর রেকর্ডবুকে একের পর এক নতুন রেকর্ড লিখছেপাঠান

তবে হিন্দি মার্কেটে আয়ের দিক থেকে এখনও তৃতীয় অবস্থানে রয়েছেপাঠান ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে শীর্ষস্থান ধরে রেখেছে তেলেগু সিনেমাবাহুবলী দ্বিতীয় স্থানে আছে কন্নড় সিনেমাকেজিএফ হিন্দি সংস্করণে এটির আয় ছিল ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি।

ধারণা করা যাচ্ছে, অচিরেই আয়ের দিক থেকে শীর্ষস্থান দখল করে নেবেপাঠান বক্স অফিসে যেভাবে ছবিটি আয় ধরে রেখেছে তাতে প্রথম বলিউড সিনেমা হিসেবে ৫০০ কোটি রুপির গণ্ডি পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটাই অভিমত বাণিজ্য বিশ্লেষকদের।

গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিতপাঠান বিশ্বজুড়ে হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় ছবিটি। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

এর আগে হিন্দি মার্কেটে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল আমির খান অভিনীতদঙ্গলসিনেমার দখলে। ভারত থেকে ছবিটি আয় করেছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেলে দিলো শাহরুখেরপাঠান

তবে ‘দঙ্গল’কে ছাড়িয়ে বলিউডের শীর্ষে উঠলেও ভারতীয় ছবির হিসেবে এটি থাকবে তৃতীয় স্থানে। কারণ ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এক নম্বর জায়গাটি ধরে রেখেছে ‘বাহুবলী ২’র হিন্দি ভার্সন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’; এই ছবির হিন্দি ভার্সনের আয় ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি।

এদিকে রবিবার (৫ ফেব্রুয়ারি) ভারতে সাপ্তাহিক ছুটির দিন। ফলে দিনটিতে ‘পাঠান’র ঝুলিতে বড় অংকের আয় আসবে, তা বলা নিষ্প্রয়োজন। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী আয়ে ১ হাজার কোটির ক্লাবে প্রবেশ করে ফেলবে। সেই সঙ্গে ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’কেও ছাড়িয়ে যেতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.