× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাষা দিবসের গানে তারা

বিনোদন প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪০ এএম

দেশের প্রখ্যাত গীতিকার (প্রয়াত) আবু হেনা মোস্তফা কামালের লেখা, ফয়সাল আহমেদ’র সুরে, বিনোদ রায়ের সঙ্গীতে আবু হেনা মোস্তফা কামালেরই ছেলে সুজিত মোস্তফা’র নেতৃত্বে ভাষা দিবসের গান গেয়েছেন সুজিত মোস্তফা, ইউসুফ আহমেদ খান, সাব্বির জামান, ঝিলিক ও স্বরলিপি। 

এরইমধ্যে গানটির ভয়েজ নেবার পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ গান হিসেবে বিটিভিত ফিলার সং হিসেবে প্রচার হবে বলে জানিয়েছেন ইউসুফ আহমেদ খান। 

গানের কথা হলো ‘রুদ্ধ দুয়ারে বাজে করাঘাত , ওঠো আজ বন্ধুরা, আজ বাংলার অন্তর ভরে , ফুটেছে কৃষ্ণচূড়া....’। গানটি প্রসঙ্গে সুজিত মোস্তফা বলেন, ‘ভাষা দিবসের বিশেষ একটি গান। আমার বাবার কথার গান। একটা আলাদা ভালো লাগাতো রয়েছেই গানটির প্রতি। তাছাড়া এই প্রজন্মের যারা গানটি গেয়েছে বিশেষত ইউসুফ, সাব্বির, স্বরলিপি, ঝিলিক-প্রত্যেকেই তারা খুব ভালো গান গায়। তাদের কন্ঠেও গানটি বেশ ভালো হয়েছে। যে কারণে সবমিলিয়ে আশা করা যায় গানটি সবার খুব ভালো লাগবে। তবে গান ভালো হলে কী হবে। ভালো গান কী এখন আর কেউ শুনতে চায় বা আগ্রহ কী তেমন কারো আছে!’ 

সুজিত মোস্তফা জানান, গানের কথা সবার ভীষণ ভালো লাগবে। 

ইউসুফ বলেন, ‘এমন একটি গানের সাথে সম্পৃক্ত আছি, এটাই অনেক বড় প্রাপ্তি।’ 

সাব্বির বলেন, ‘ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গান গেয়েছি। দেশের গানের প্রতি সবসময়ই ভীষণ ভালোলাগা কাজ করে।’ 

ঝিলিক বলেন, ‘শ্রদ্ধেয় আবু হেনা মোস্তফা কামাল স্যারের বিদেহী আত্নার প্রতি পরম শ্রদ্ধা। তার গান এই সময়ে এসে গাইতে পেরেছি এটাই অনেক ভালোলাগার।’ 

স্বরলিপি বলেন, ‘সবার সঙ্গে একসাথে এই গানটি গাইতে পেরেছি এটাই আসলে অনেক বড় ভালোলাগা। সুজিত স্যারের প্রতি কৃতজ্ঞতা।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.