× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বলিউডে অভিষেক হচ্ছে সালমানের ভাগ্নি আলিজেহ’র

২৪ নভেম্বর ২০২২, ০২:২৬ এএম

বলিউডে অভিষেক হচ্ছে সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রীর। আগেই জানা গিয়েছিল, বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। এবার জানা গেল, ডেবিউ সিনেমার শুটিংও শুরু করছেন বলিউড ভাইজানের ভাগ্নি।

এ নিয়ে বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আমরা আগেই জানিয়েছিল সালমানের বোন আলভিরা অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ বলিউডে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছেন। এ জন্য দুই বছরেরও বেশি সময় ধরে অভিনয় ও নাচের পাঠ নিচ্ছেন।

এবার এর আপডেট জানিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে, আলিজেহ ইতোমধ্যে তার প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন।

জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সৌমেন্দ্র পাধি সিনেমাটি পরিচালনা করছেন এবং ইতোমধ্যেই প্রধান অভিনেতাদের নিয়ে শুটিং শুরু করেছেন।

এখনও নাম প্রকাশ না করা এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা। সিনেমাটির অফিসিয়াল মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মাতা সৌমেন্দ্র এর জামতারা নামে একটি ওয়েব সিরিজ পরিচালনা করেছেন। তার নির্মিত সিনেমা বুধিয়া সিং: বর্ন টু রান-এর জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.