রাজ-পরী দম্পতির পারিবারিক ‘কলহ’ এখন বইছে নির্মাতা রায়হান রাফী ও নায়িকা বিদ্যা সিনহা মিমের ওপর দিয়ে। মাধ্যম সোশ্যাল হ্যান্ডেল।
আনুষ্ঠানিক শুরুটা পরীমণি করেছিলেন ১০ নভেম্বর। মিমকে মেনশন করে বলেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল!’ একই দিন পাল্টা জবাব দেন মিমও।
বলেন, ‘কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী। বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন। এখন যে বা যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবো।’
এবার মিমকে পাল্টা জবাব দিলেন পরীমণি। শুক্রবার (১১ নভেম্বর) ভোর রাতে ভক্ত-বিচারকদের সোশ্যাল হ্যান্ডেলে ডেকে বললেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি।’
মিমের ‘ঈর্ষা’ অভিযোগের বিপরীতে পরীর জবাব, “এই যে মিম বললা, আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা দশজন অচেনা লোকে বলতেই পারে। কিন্তু তুমি কী করে এটা বলো? যেখানে ‘পরান’ রিলিজের পর সবখানে আমি বলে আসছি, রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সঙ্গে এই নিয়ে কতো কথা বললেন। এই তো সেদিন ‘ইনফিনিটি সিজন ২’-এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কী করে ভুলে গেলি রে ভাই।’’
দিন পাঁচেক আগেও মিমকে নিয়ে কাজ করার জন্য নির্মাতা আবু রায়হানকে অনুরোধ করেছিলেন বলে জানালেন পরীমণি। কিন্তু রাজের সঙ্গে মিমের ঘনিষ্ঠতা মোটেও সহ্য করতে পারছেন না তিনি।
পরীর ভাষ্য, “বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে ‘দামাল’র তিন মাসের হল রাইটস নিলা রাজ, তুমি, তোমরা সবাই; এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।”
মিমের সঙ্গে এমন আলাপের পর যারা পরীর বিষয়টিকে পাগলামি বা জেলাসি বলে সমালোচনা করেছেন, তাদের উদ্দেশে একটি চ্যাটিংয়ের স্ক্রিনশট দেন পরী। যেখানে পরী-মিমের মধুর আলাপ রয়েছে। পরীর ভাষ্যে, ‘এটা দেখলে বুঝবেন, আমি মিমকে নিয়ে সত্যিই কতোটা জেলাস।’
এদিকে যাকে ঘিরে এত ঘটনা, সেই শরিফুল রাজ বিষয়টি নিয়ে এখনও নীরব রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গোপনে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর এ বছরের জানুয়ারিতে তারা আনুষ্ঠানিকতা সেরেছেন। একই মাসে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সংসার পেতেছেন মিম।