একসময়ের ব্যস্ত অভিনেত্রী ও মডেল ফারজানা মেহমুদ উপমা আবারো মিডিয়ায় নিয়মিত হতে যাচ্ছেন।
ফিরছেন নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে। ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ দিয়েই তিনি আবার কাজে নিয়মিত হবেন বলে জানিয়েছেন।

মাঝে দীর্ঘ তিন বছর মিডিয়ার কাজ থেকে বিরতি দিয়েছিলেন তিনি। নতুন করে কাজ শুরু করেই এরই মধ্যে দুটি টিভিসির কাজও তিনি শেষ করেছেন। কেনো বিরতি আর কেনোই বা ফিরে আসা?
এই প্রসঙ্গে উপমা বলেন, ‘পড়াশোনার জন্য তিন বছর সব ধরনের কাজ থেকে বিরতি নিয়েছিলাম। সব নতুনভাবে আবার শুরু করছি। আমার বিশ্বাস আমার অভিনয় দিয়ে আমি আবার দর্শকদের মনে জায়গা করে নিতে পারব।’

‘নদী দিক হারাতে’, ‘অ্যাডাল্ট হুড’, ‘মেট্রোপলিটন বিভ্রম’, ‘ছায়া মুখোশ’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি।
২০১৮-২০১৯ সালে একুশে টিভি, চ্যানেল আইসহ বেশ কিছু টিভি অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনাসহ তিনি অনেক মিউজিক ভিডিও’র কাজও করেন।

আমেরিকা ও সিঙ্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনাও করেছেন উপমা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তিনি নিয়োজিত।
এ ছাড়া একজন সফল উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তুলেছেন। খুলনাতে তার নিজের কৃষি ও মাছের খামার রয়েছে।